অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই শুরু ওয়ানডে বিশ্বকাপ। আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে ভারতে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযজ্ঞ। প্রস্তুত ১০ দলের প্রত্যেকে। আসর শুরুর আগে আজ বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হলো ক্যাপ্টেন্স ডে। আইসিসির এই আয়োজনে উপস্থিত ছিলেন সব দলের অধিনায়ক।
বিশ্বকাপে
বরাবরই ফেভারিটের তকমা নিয়ে খেলতে আসে দক্ষিণ আফ্রিকা। এবারেও এর ব্যতিক্রম হয়নি।
দলটির অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে ভারত বিশ্বকাপ জয়ের মিশন প্রোটিয়াদের।
বাভুমা
বলেন, ‘ছেলেরা খুব রোমাঞ্চিত। আগামী কয়েক সপ্তাহ সময়টা বেশ চ্যালেঞ্জিং। আশা করি চ্যালেঞ্জটা উপভোগ্য হবে। আমরা সবাই ভালো খেলতে মুখিয়ে আছি। আমাদের সামনে ভালো করার সুযোগ আছে। সবার আগে প্রথম ধাপটা পার হতে চাই। আপাতত সেদিকেই মনযোগ দিচ্ছি ‘
বাভুমার
মনযোগ ম্যাচের দিকে থাকলেও ক্যামেরার চোখ খুঁজে নিয়েছে ভিন্ন এক বাভুমাকে। বাংলাদেশ
দল নিয়ে যখন কথা বলছিলেন সাকিব আল হাসান, তখন
দেখা যায় ঝিমিয়ে পড়েছেন বাভুমা। পুরো আয়োজনেই বেশ কয়েকবার ঝিমিয়ে পড়তে দেখা যায় প্রোটিয়া অধিনায়ককে। সবার মধ্যখানে বসা বাভুমা সাকিবের কথার এক পর্যায়ে যেন
মনে হলো ঘুমিয়েই গেলেন! সেটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যগুলোতে।
৭
অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাভুমার দলের বিশ্বকাপ মিশন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন