নিষেধাজ্ঞা কাটিয়ে দেশসেরা আর্চার রোমান সানা খেলতে পারবেন কিনা এ নিয়ে সংশয় ছিল। তবে চীনের হাংজুর এশিয়ান গেমসে আজ রবিবার সেটা দূর হয়েছে। রোমান সানা লাল-সবুজ দলের হয়ে তীর-ধনুকের লড়াইয়ে ফিরেছেন।
১৯তম
এশিয়ান গেমসের নবম দিন শুরু হয়েছে আর্চারি। প্রথম দিন ছিল র্যাঙ্কিং রাউন্ড।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সপ্তম হয়েছে। স্কোর করেছে ১৯৬৩। রোমান সানা ৬৪৮, সাগর ইসলাম ৬৬২ ও রামকৃষ্ণ সাহা
৬৫৩ স্কোর করেন। শীর্ষ তিনে আছে দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও ভারত। এদিকে ব্যক্তিগত ইভেন্টে সাগর ইসলাম ২২ ও রামকৃষ্ণ
সাহা ২৯তম হয়ে লড়বেন। দীর্ঘ এগারো মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলগত ইভেন্টে সুযোগ পেলেও ব্যক্তিগত ইভেন্ট থেকে বাদ পড়েছেন রোমান সানা। এবার গেমসের নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশের শীর্ষ দুই তারকা সুযোগ পাবেন ব্যক্তিগত ইভেন্টে।
নারীদের
বিভাগে ১৮২৫ স্কোর করে বাংলাদেশ ১৪তম হয়েছে। দলগত ইভেন্টে লড়বেন দিয়া সিদ্দিকী, ফামিদা সুলতানা নিশা ও সিমা আক্তার
শিমু। দিয়া ও নিশি খেলবেন
ব্যক্তিগত ইভেন্টে। পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ও নারীদের বিভাগে
চাইনিজ তাইপে। কম্পাউন্ডে পুরুষ বিভাগে ১২তম ও নারীদের বিভাগে
অষ্টম হয়েছে বাংলাদেশ। কম্পাউন্ডের দলগত ইভেন্টে পুরুষদের প্রতিপক্ষ মালয়েশিয়া, নারীদের হংকং।
গলফে
ওয়েস্ট লেক ইন্টারন্যাশনাল কোর্সে ১৪তম অবস্থানে থেকে শেষ করেছেন সিদ্দিকুর রহমান। চার রা্উন্ড মিলে পারের চেয়ে ১৩ শট কম
খেলেছেন তিনি। রবিবার শেষ রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলেন।
আর পারের সমান শট খেলে জামাল
হোসেন শেষ করেছেন ৩৫ নম্বর অবস্থানে।
গলফে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন হংকংয়ের তাইচি খো। পারের চেয়ে ২৭ শট কম
খেলেছেন তিনি।
দাবায়
তৃতীয় রাউন্ডে এসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।
হংকংকে হারিয়েছে ৩.৫-০.৫ পয়েন্টে। দুই
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেনের
সঙ্গে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান নিজ নিজ ম্যাচে জিতেছেন। ড্র করেছেন নিয়াজ মোরশেদ। বাংলাদেশের অবস্থান আট নম্বরে। সোমবার
চতুর্থ রাউন্ড।
ব্রিজে
রাউন্ড রবিনের দ্বিতীয় পর্বের তৃতীয় দিন দারুণ কেটেছে বাংলাদেশের। সিঙ্গাপুরের কাছে হার দিয়ে দিন শুরু হলেও পরের দুই ম্যাচে হারিয়েছে চাইনিজ তাইপে ও থাইল্যান্ডকে। চতুর্থ
ম্যাচে প্রতিপক্ষ না থাকায় পেয়েছে
ওয়াকওভার।ৎ
সুত্র: বাংলা ট্রিবিউন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন