বিশ্বকাপের পর্দা উঠছে বৃহস্পতিবার। আগের দিন উদ্বোধনী ম্যাচ ভেন্যুর শহর আহমেদাবাদে ১০ দলের অধিনায়ক বসেছিল আলোচনায়। প্রত্যেকে বিশ্বকাপে তাদের ট্রফি জয়ের অভিন্ন লক্ষ্যের পাশাপাশি আরও নানান বিষয়ে আলোচনা করেন। এমনকি বিরিয়ানি নিয়েও হয়েছে আলাপ!
রোহিত
শর্মা, বাবর আজম, প্যাট কামিন্স, জস বাটলার, কেন
উইলিয়ামসন, সাকিব আল হাসানরা মিলিত
হন ক্যাপ্টেনস ডেতে। দলের প্রস্তুতি, অতীত থেকে শিক্ষা নিয়েও কথাবার্তা বলেছেন তারা। প্রশ্ন ছিল বিরিয়ানির স্বাদ কেমন লেগেছে তা নিয়েও।
এদিন
সবার নজর ছিল সাত বছর পর ভারতে আসা
পাকিস্তান দলের অধিনায়ক বাবরকে নিয়ে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের রোহিত কী বলেন, সেটাও
ছিল আগ্রহের কেন্দ্রে। আলোচনার টেবিলে বসার আগে দুই অধিনায়ক হাত মিলিয়ে সৌজন্যতা বিনিময় করেন। সঞ্চালক ছিলেন রবি শাস্ত্রী ও এউইন মর্গ্যান।
দুটি
প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই দলকে নিয়ে হায়দরাবাদে এসেছেন বাবর। তার কাছে মনে হয়েছে, তিনি যেন বাড়িতে আছেন। পাকিস্তানের ক্যাপ্টেন বললেন, ‘হায়দরাবাদে এত ভালো অভ্যর্থনা
পাবো, ভারতে পৌঁছে আমরা আশা করিনি। একবারও মনে হয়নি আমরা ভারতে আছি, মনে হয়েছে নিজ দেশে আছি।’
সুত্র:
বাংলা ট্রিবিউন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন