বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনা ছড়িয়ে যায় ভারতের প্রতিটা অঙ্গনের তারকাদের মধ্যে। ব্যতিক্রম ছিল না বলিউডও। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েই বিপাকে পড়েন নায়িকা উর্বশি রাউতেলা।
দুবাই
কিংবা ভারত, যেখানেই খেলা হোক না কেন পতাকা
হাতে রোহিত শর্মার দলকে সমর্থন দিতে দেখা যায় উর্বশিকে। পাক-ভারত হাই ভোল্টেজ ম্যাচেও উপস্থিত ছিলেন এই নায়িকা। খেলা
শুরুর আগ থেকে ইন্সটাগ্রামে
সেই খবর জানান দিয়েছিলেন ভক্তদের।
তবে
দুঃখের ব্যাপার, খেলা দেখতে গিয়ে উর্বশি হারিয়ে ফেলেন তার ২৪ ক্যারেট সোনায়
মোড়ানো আইফোন। নিজেই বিষয়টি ইন্সটাগ্রামে জানিয়ে তার সঙ্গে যোগাযোগের আহব্বান জানান বলিউডের বিতর্কিত এই উঠতি নায়িকা।
আজ
রোববার ইন্সটাগ্রামে এক পোস্টে উর্বশি
লেখেন, ‘২৪ ক্যারেট সোনার
আইফোন আমি হারিয়ে ফেলেছি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যদি কেউ এটির খোঁজ পেয়ে থাকেন আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।’
ফোন
হারালেও উর্বশিকে ম্যাচ উপভোগ করতে দেখা যায় দারুণভাবে। গতকাল এই মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বী
পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল
ব্যবধানে উড়িয়ে দেয় ভারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন