২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত - স্টেডিয়াম

রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক গেমসের ২০৩৬ সালের আসরের আয়োজক হতে চায় ভারত। জন্য আসরের আয়োজক হিসেবে অলিম্পিক কমিটি বরাবর আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 


মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৪১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা জানান। মোদি বলেন, ‘ভারত অলিম্পিক আয়োজন করতে আগ্রহী। ২০৩৬ অলিম্পিক আয়োজনে আমরা যথাসাধ্য চেষ্টা করব। এটা ১৪০ কোটি ভারতীয় নাগরিকের স্বপ্ন।

 

বিশ্ব্বের অন্যতম এই ক্রীড়া মহাযজ্ঞের আয়োজক হিসেবে ভারত সমর্থন পাবে বলে আশাবাদী মোদি আরও বলেন, ‘আইওসির সমর্থন নিয়ে আমরা এই স্বপ্ন পূরণ করতে চাই। আমরা ২০২৯ যুব অলিম্পিকও আয়োজন করতে চাই। আমি নিশ্চিত, ভারত আইওসির সমর্থন পাবে।

 

৪০ বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত অধিবেশনে উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য দেন আইওসি সভাপতি থমাস বাখ।  তিনি সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ভারতের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘এশিয়ান গেমসে ভারত যে পারফরম্যান্স করেছে, তাতে পুরো অলিম্পিক সমাজ গর্বিত।

 

অলিম্পিকের পরবর্তী আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, ২০২৮ সালে। ২০৩২ সালের আয়োজক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। ২০৩৬ অলিম্পিকের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের আগ্রহ জানিয়ে রেখেছে।

 

২০৩৬ সালের আসর আয়োজনের বিষয়ে ভারত ছাড়াও আগ্রহ দেখিয়েছে মেক্সিকো সিটি (মেক্সিকো), নুসানতারা (ইন্দোনেশিয়া), ইস্তাম্বুল (তুরস্ক) ওয়ারশ (পোল্যান্ড)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন