মেসি-ফাতির মতো প্রতিভাবান ভাবা হচ্ছে তাকে। তাইতো ১৬ বছর পূরণ হওয়ার আগেই লা লিগা অভিষেক হয়ে গেছে তার। বলা হচ্ছে তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামালের কথা। এবার বার্সা ফরোয়ার্ড লা লিগায় গড়েছেন ইতিহাস। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলদাতার তালিকায় নাম তুলেছেন তিনি!
এই রেকর্ডের মাহাত্ম্য অনেক। দলের ভীষণ বিপদের সময়ই গোল গোলটা এসেছে। গ্রানাদার বিপক্ষে ২৯ মিনিটের মধ্যে দুই গোল হজম করে পরাজয়ের শঙ্কায় ছিল বার্সা। বিপদ ঘনিয়ে আসার আগে ৪৫+১ মিনিটে জাল কাঁপিয়ে দলকে ফেরার রসদ এনে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত বার্সা ২-২ ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ৮৫ মিনিটে দলকে উদ্ধার করতে দ্বিতীয় গোলটি করেছেন সার্জি রবের্তো।
ইয়ামালের রেকর্ড গড়া গোলটি এসেছে ১৬ বছর ৮৭ দিনে। ২০১২ সাল থেকে রেকর্ডটি ধরে রেখেছিলেন মালাগার ফাব্রিস ওলিনগা। যিনি রেকর্ড গড়েছিলেন ১৬ বছর ৯৮ দিনে। ১৭ বছর হওয়ার আগে গোলদাতা হিসেবে শীর্ষ পাঁচজনের তালিকায় আছেন ইকার মুনিয়ান, আনসু ফাতি ও জিসকো নাদালও।
ইয়ামাল গত এপ্রিলে অভিষেক করেছেন। রিয়াল বেতিসের বিপক্ষে শেষ মুহূর্ত বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন তিনি। ১৫ বছর বয়সে ইয়ামালের অভিষেক হলেও এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগা খেলার রেকর্ডটা সাবেক মায়োর্কা ফরোয়ার্ড লুকা রোমেরোর। এখন তিনি এসি মিলানে খেলছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন