বেশ কিছু দিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন সাবেক ফিফা রেফারি ইব্রাহিম নেসার। অবস্থা খারাপ হওয়ায় গত কয়েক দিন ধরে একটি বেসরকারী হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। সেখান থেকে আর ফিরতে পারেননি বাফুফের রেফারিজ কমিটির এই ডেপুটি চেয়ারম্যান। রবিবার দিবাগত গভীর রাতে ৬২ বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে
তিনি এক ছেলে ও
মেয়ে রেখে গেছেন। এছাড়া তার প্রথম স্ত্রী বিয়োগ হয়েছে আগেই। ইব্রাহিম নেসার ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন বাঁশি বাজানোর অভিজ্ঞতা রয়েছে তার। ম্যাচ কমিশনার হিসেবেও মাঠে নিয়মিত যাতায়াত ছিল।
আজ
জানাজা শেষে পুরনো ঢাকার ফরিদাবাদে চির শয্যায় শায়িত হবেন ফুটবলের জন্য নিবেদিত প্রাণ ইব্রাহিম নেসার। তার মৃত্যুতে সতীর্থরা ছাড়াও বাফুফে শোক প্রকাশ করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন