এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
বাংলাদেশ একাদশে এনেছে একাধিক বদল। অভিষেক হয়েছে ডানহাতি পেসার তানজিম হাসা সাকিবের। এছাড়া নাঈম শেখের বদলে একাদশে এসেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে খেলছেন এনামুল হক বিজয়। তাসকিন আহমেদও পেয়েছেন বিশ্রাম। একাদশে এসেছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারত একাদশে পাঁচটি বদল এনেছে। এই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জাসপ্রিট বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। ভারতের হয়ে অভিষেক হচ্ছে ব্যাটার তিলক বর্মার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন