২০ রানের জন্য সেঞ্চুরি মিস সাকিবের - স্টেডিয়াম

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

২০ রানের জন্য সেঞ্চুরি মিস সাকিবের

সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখে মাঠে নেমে থিতু হয়েছিলেন সাকিব আল হাসান। ফিফটি করার আগে আগে খেলছিলেন হাতখুলে। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু হলো না। তাওহীদ হৃদয়ের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে ফিরলেন তিনি। শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে যান বাংলাদেশের অধিনায়ক। ৮৫ বলে ৬টি চার ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে যান তিনি।


৫৯ রানে উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। চাপে থাকার মুহূর্তে দিশা দেখালেন সাকিব আল হাসান। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। একদিকে উইকেট পড়লেও ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে ক্রিজে থিতু হন সাকিব। এবার তুলে নিলেন ক্যারিয়ারের ৫৫তম ফিফটি। ৬৫ বলে ৫টি চার ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি 

 

২৮ রানে উইকেট পড়ে যাওয়ায় এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টায় ছিলেন মিরাজ-সাকিব। ৩১ রান যোগ করেন তারা। কিন্তু দুবার জীবন পাওয়া মিরাজ সেটিকে পূর্ণতা দিতে পারেননি। ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন। অফস্পিনিং অলরাউন্ডার থেমেছেন ১৩ রানে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন