বড় মঞ্চে পারফর্ম করার মন্ত্রটা যে বিরাট কোহলির ভালোই জানা। ২০২৩ বিশ্বকাপে ব্যাট হাতে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কাড়ছেন তিনি। দুর্দান্ত ক্যাচের পাশাপাশি দারুণ ফিল্ডিংয়ে প্রতিপক্ষের রান আটকাতে কোহলি অবদান রেখে চলেছেন। পুনেতে আজ বাংলাদেশের বিপক্ষে নামার আগে ‘সুখবর’ নিয়েই মাঠে নামছেন তিনি।
৫
অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ। গতকাল (১৮ অক্টোবর) পর্যন্ত
১২ দিনে টুর্নামেন্টের ম্যাচ হয়েছে ১৬টি, যার মধ্যে গতকাল চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে খেলেছে নিউজিল্যান্ড-আফগানিস্তান। গতকালের আগ পর্যন্ত ১৫
ম্যাচের হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সেরা ফিল্ডারের তালিকায় জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। ফিল্ডিংয়ে ক্যাচের পাশাপাশি রান বাঁচিয়ে দলের জয়ে কেমন অবদান রাখতে পারেন, তাঁর ভিত্তিতে আইসিসি এই রেটিংটা করেছে।
২২.৩০ রেটিং নিয়ে
এ তালিকায় শীর্ষে। কোহলি এখন পর্যন্ত টুর্নামেন্টে ক্যাচ ধরেছেন ৩টি, যার মধ্যে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরুর মিশনে ধরেছেন ২টি ক্যাচ, যেখানে অস্ট্রেলিয়ার মিচেল মার্শের ক্যাচ প্রথম স্লিপে দ্রুত তালুবন্দী করেছেন কোহলি।
নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত উইকেটরক্ষক
নন এমন ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ৫টি করে ক্যাচ ধরেছেন ডেভিড ওয়ার্নার ও ম্যাট হেনরি,
যেখানে ২১.৩২ রেটিং
নিয়ে আইসিসির ইমপ্যাক্ট ফিল্ডারদের তালিকায় তৃতীয় ওয়ার্নার। ওয়ার্নার লক্ষ্ণৌতে শ্রীলঙ্কার বিপক্ষে ২টি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি ক্যাচ ধরেছেন জো রুট, যেখানে
দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষেই ধরেছেন ৪টি ক্যাচ। ২১.৭৩ রেটিং
নিয়ে ইমপ্যাক্ট ফিল্ডারদের তালিকায় দ্বিতীয় ইংলিশ এই ক্রিকেটার। কোহলির
পাশাপাশি আরেক ভারতীয় ইশান কিষানও আছেন এই তালিকায়। ১৩
রেটিং নিয়ে ১০ নম্বরে আছেন
কিষান। ৩০ গজ বৃত্ত,
সীমানার কাছে দুর্দান্ত ফিল্ডিংয়ে প্রতিপক্ষের রান আটকাতে অবদান রাখছেন তিনি। সেরা দশে থাকা দুই পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান ও ফখর জামানের
রেটিং যথাক্রমে ২২.৩০ ও
১৩.০১।
বিশ্বকাপে
ফিল্ডিং ইমপ্যাক্ট
১.
বিরাট কোহলি (ভারত):২২.৩০
২.
জো রুট (ইংল্যান্ড):২১.৭৩
৩.
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া):২১.৩২
৪.
ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড):১৫.৫৪
৫.
শাদাব খান (পাকিস্তান):২২.৩০
৬.
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া):১৫
৭.
রহমত শাহ (আফগানিস্তান):১৩.৭৭
৮.
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড):১৩.২৮
৯.
ফখর জামান (পাকিস্তান):১৩.০১
১০.ইশান কিষান (ভারত):১৩
সুত্র:
আজকের পত্রিকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন