ইনজুরি নিয়েও আর্জেন্টিনা দলে মেসি - স্টেডিয়াম

শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

ইনজুরি নিয়েও আর্জেন্টিনা দলে মেসি

গত মাসে আর্জেন্টিনার দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচের শেষটা খেলা হয়নি লিওনেল মেসির। ক্লাব টিম ইন্টার মায়ামির হয়েও দুই সপ্তাহ খেলেননি। পায়ের ইনজুরিতে ভুগছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার মাঠে ফেরার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবু তাকে নিয়েই পরের দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

 


গত ২০ সেপ্টেম্বর টরন্টোর বিপক্ষে শেষবার মায়ামির হয়ে খেলেন মেসি। পায়ের অস্বস্তি নিয়ে হাফটাইমে বদলি হয়ে মাঠ ছাড়েন। বলিভিয়ার বিপক্ষে ১২ সেপ্টেম্বর জাতীয় দলের সবশেষ ম্যাচেও ছিলেন না তিনি।

 

মেসিকে ছাড়া মায়ামিও ভুগছে। গত বুধবার শিকাগো ফায়ার এফসির কাছে - গোলে হেরে গেছে দল। তাতে এমএলএস কাপ প্লে অফে তাদের খেলা শঙ্কায় পড়ে গেছে। আগামী ১২ অক্টোবর বুয়েন্স আয়ার্সে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর পেরুর মাঠে নামবে।

 

আর্জেন্টিনা দল:

 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জুয়ান মুসো।

 

ডিফেন্ডার: ওয়াল্টার বেনিতেজ, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, জার্মান পেজেলা, ক্রিশ্চিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, মার্কো পেলেগ্রিনো, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, লুকাস এসকুইভেল।

 

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল পালাসিওস, কার্লোস আলকারাজ, জিওভানি লু সেলসো, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, ব্রুনো জাপেলি।

 

ফরোয়ার্ড: পাওলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলট্রান, আলেজান্দ্রো গারনাচো, নিকো গঞ্জালেজ, লুকাস ওকাম্পোস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন