আগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে যাওয়া লিভারপুল স্বস্তি খুঁজে পাচ্ছে না। ইউরোপা লিগে বৃহস্পতিবার জিতেছে তারা, কিন্তু ঘাম ছুটেছে। ইউনিয়ন সেন্ট জিলোয়াসকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।
এই
মৌসুমের দলবদল বাজার বন্ধ হওয়ার দিনে চুক্তিবদ্ধ রায়ান গ্রাভেবার্খের গোলে লিড নেয় লিভারপুল। ৪৪ মিনিটে ট্রেন্ট
আলেক্সান্ডার আর্নল্ডের দূরপাল্লার শট ইউনিয়ন গোলকিপার
অ্যান্থনি মরিস ঠেকালেও ফিরতি শটে গোলমুখ খোলেন এই মিডফিল্ডার।
মাত্র
এক গোলে এগিয়ে থাকায় লিভারপুল স্বস্তিতে ছিল না। আরেকটি গোলের জন্য মরিয়া ছিল তারা। কিন্তু বেলজিয়ান প্রতিপক্ষ অদম্য প্রতিরোধ গড়ে তোলে। অবশেষে ডিওগো জোতা দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে জাল কাঁপালে জয় নিশ্চিত হয়।
কাউন্টার অ্যাটাকে সুযোগ পেয়ে বক্সের ভেতর থেকে মরিসকে ঠাণ্ডা মাথায় পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
প্রথমার্ধে
সুবর্ণ সুযোগ নষ্ট করে হতাশা বাড়ান ডারউইন নুনেজ। মোহাম্মদ সালাহর নিচু ক্রসে তার সাইড ফুটে বল গোলবারের পাশ
দিয়ে যায়। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ স্বীকার করেছেন, তার দল আরও ভালো
করতে পারতো, ‘আমরা ছন্দ হারিয়েছিলাম। সেট পিস অনেক হাতছাড়া করেছি।’
দুই
ম্যাচে দুটি জিতেছে লিভারপুল। তাতে ‘ই’ গ্রুপে ৬
পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।
সুত্র: বাংলা ট্রিবিউন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন