নিউ জিল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে (উরুতে টান) পড়ার পর স্ক্যান করা হয়েছিল অধিনায়ক সাকিব আল হাসানের। রিপোর্ট হাতে পেলেও স্বস্তির খবর দেননি ফিজিও বায়েজিদ ইসলাম।
আসছে
ম্যাচগুলোর জন্য বাংলাদেশ অধিনায়কের ফিটনেস পর্যবেক্ষণে রাখা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন
বিসিবির এই ফিজিও। তবে
স্বস্তির বিষয় হলো, ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশের হাতে রয়েছে আরও ৪ দিন।
শনিবার
রাতে বিসিবির পাঠানো বিবৃতিতে ফিজিও বলেন, ‘ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে থাকেন সাকিব। এরপর সে ফিল্ডিং করে
এবং ১০ ওভারের কোটা
পূরণ করে। ম্যাচের পর তার এমআরআই
স্ক্যান করা হয়েছে, আসছে ম্যাচগুলোর আগে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’
শুক্রবার
ব্যাটিংয়ের সময় ব্যাথায় কাতরাতে দেখা যায় সাকিবকে। এরপর মেরে খেলতে গিয়ে আউট হয়ে ফেরেন ৪০ রানে। বল
হাতে নেন ১ উইকেট। বাংলাদেশ
এই ম্যাচে হারে ৮ উইকেটে। পরবর্তী
ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক
ভারতের বিপক্ষে, পুনেতে। এই ম্যাচের আগে
সাকিব ফিট হবেন কী না, সেটাই
দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন