আর্জেন্টিনা, ব্রাজিলের বিশ্বকাপ বাছাই ম্যাচ দেখাবে ফিফা - স্টেডিয়াম

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

আর্জেন্টিনা, ব্রাজিলের বিশ্বকাপ বাছাই ম্যাচ দেখাবে ফিফা

বেশ কিছুদিনের বিরতির পর আবারও বিশ্বকাপ বাছাইয়ে কাল শুক্রবার ভোর ৫টায় খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার সকাল সাড়ে ৬টায় মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও। দুটি ম্যাচের আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দুটি ম্যাচই সম্প্রচার করা হবে তাদের ওয়েবসাইটের ফিফা প্লাস চ্যানেলে।

 


কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা বুয়েন্স এইরেসের এল মনুমেন্তালে প্যারাগুয়ের মুখোমুখি হবে। ইকুয়েডর, বলিভিয়ার বিপক্ষে জয়ের পর টানা তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামবে আলবিসেস্তেরা।

 

বাছাইয়ে শতভাগ রেকর্ড ধরে রাখার ম্যাচে অবশ্য অনিশ্চিত লিওনেল মেসি। বুধবার ম্যাচের আগে কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, ম্যাচের আগে ৩৬ বছর বয়সী অনুশীলন ঠিকঠাকভাবে করেছেন। কিন্তু তার পুরোপুরি প্রস্তুত হওয়া জরুরি, ‘মেসির জন্য আরেকটি ট্রেনিং সেশন জরুরি। তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবো যে সে খেলবে নাকি খেলবে না। আমাকে নিশ্চিত হতে হবে সে শুরুর একাদশে খেলতে পারবে কিনা।  

 

আর্জেন্টিনার ম্যাচের দেড় ঘণ্টা পর মাঠে নামবে ব্রাজিল। কুইয়াবার অ্যারেনা পান্তানালে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।

 

সুত্র: বাংলা ট্রিবিউন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন