চোটে বিশ্বকাপ শেষ শানাকার, নতুন অধিনায়ক মেন্ডিস - স্টেডিয়াম

রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

চোটে বিশ্বকাপ শেষ শানাকার, নতুন অধিনায়ক মেন্ডিস

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের হেরে গেছে শ্রীলঙ্কা। আগামী পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। তবে এর মধ্যেই বড় দুঃসংবাদ পেল দল। ঊরুর চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অধিনায়ক দাসুন শানাকা।

 


শানাকার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে রিজার্ভ বেঞ্চে থাকা চামিকা করুনারত্নেকে। এই বছরের মার্চে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই পেসার। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, গত মঙ্গলবার হায়দরাবাদে পাকিস্তান ম্যাচে ডান পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন শানাকা। তাঁর ছিটকে যাওয়ায় স্থলাভিষিক্ত করা হয়েছে ২৩ ওয়ানডে খেলা করুনারত্নেকে।

 

বিশ্বকাপে বাকি ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন স্বাভাবিকভাবেই কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছে। এর আগে তাঁকে সহকারী অধিনায়ক হয়ে বিশ্বকাপের দল দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ব্যাটিংয়ে দারুণ ছন্দেও আছেন মেন্ডিস। পাকিস্তানের বিপক্ষে ৬৫ বলে করেছেন সেঞ্চুরি, যা বিশ্বকাপে লঙ্কানদের পক্ষে দ্রুততম সেঞ্চুরি। লক্ষ্ণৌতে আগামী পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে লঙ্কানরা। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া-দুটো দলের কেউই এবারের বিশ্বকাপে একটা ম্যাচও জিততে পারেনি। 

 

পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ১২ রান করেছিলেন শানাকা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২ বলে খেলেছিলেন ৬৮ রানের দারুণ এক ইনিংস। বল হাতে দুই ম্যাচেই ছিলেন উইকেটশূন্য। দলও হরেছে সেই দুই ম্যাচে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন