রোমাঞ্চ-উত্তেজনা নিয়ে ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সেই দ্বৈরথ শুরুর আগে উঠতে শুরু করেছে একটি প্রশ্ন। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচের ফল কী পূর্বলিখিত?
এমন প্রশ্ন উঠছে মূলত একটি স্ক্রিনশটের কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেটা ছড়িয়ে পড়ার পর আলোচনার ঝড় চলছে। স্ক্রিনশটটি ভারত-পাকিস্তান ম্যাচের স্কোরকার্ডের। যেখানে আহমেদাবাদে আজ পাকিস্তানকে ৯৭ রানে হারিয়ে দিয়েছে ভারত।
ছবিটিতে দেখানো হয়েছে, স্ক্রিনশটটি উইকিপিডিয়া থেকে নেওয়া।ভারত-পাকিস্তান ম্যাচের ফল পূর্বলিখিত!
ওই ছবিতে আরও দেখা যাচ্ছে, আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩৩৪ রান করেছে ভারত। ৮৩ বলে ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। শাহিন আফ্রিদি ৮ রানে নিয়েছেন ২ উইকেট।
জবাব দিতে নেমে পাকিস্তান ৪৫.৪ ওভারেই গুটিয়ে গেছে ২৩৭ রানে। মোহাম্মদ রিজওয়ান ৬৮ বলে ৫৪ রান করেছেন। আর ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ৩৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
স্ক্রিনশটটি দেখে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। আদৌ ম্যাচটি পূর্ব লিখিত কিনা সেটা বুঝা যাবে ম্যাচ শেষে।
ওয়ানডে বিশ্বকাপে ৭ বারের দেখায় এখন পর্যন্ত একবারও ভারতের বিপক্ষে যেতেনি পাকিস্তান। অধরা জয়ের আশায় আজ আবারও প্রতিবেশী দলটির মুখোমুখি হতে যাচ্ছে তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন