বিশ্বকাপ শুরুর মিশনে আফগানদের বিপক্ষে তিনে নেমে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। ৪টি চারে ৫৮ বলে মাইলফলকে পৌঁছান তিনি। এ নিয়ে টপ অর্ডারে নেমে টানা তিনটি হাফ সেঞ্চুরি করলেন মিরাজ।
মেহেদি হাসান মিরাজ, বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য একজন অলরাউন্ডার। তার স্পিনবিষে প্রতিপক্ষ ব্যাটারদের ভুগতে হয়, ব্যাট হাতে নামেন লোয়ার মিডল অর্ডারে। শেষের দিকে নেমে ভারতের বিপক্ষে দূরন্ত সেঞ্চুরিতে ম্যাচ জিতিয়েছেন। পারফরম্যান্স বিশ্লেষণে তিনি নিঃসন্দেহে বাংলাদেশের আগামীর তারকা।
সেই মিরাজ এবারের বিশ্বকাপে পুরোদমে বনে গেছেন টপ অর্ডার ব্যাটসম্যান। বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তিনে ব্যাট করতে নামেন। করেন অপরাজিত ৬৭ রান। ৬৪ বলের সেই ইনিংসে ম্যাচ জেতে বাংলাদেশ।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে খেলেন ৮৯ বলে ৭৪ রানের ইনিংস। তাতে সম্মান বাঁচে দলের। সেদিন নেমেছিলেন চার নম্বরে।
আফগানদের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ২৭ রানে ওপেনার দুজনকে হারানোর পর ৭৩ বলে ৫৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ফিরেছেন মিরাজ।
সুত্র:
দেশ রূপান্তর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন