ফিফা ‘দ্য বেস্ট’ সংক্ষিপ্ত তালিকায় মেসি, নেই রোনালদো-নেইমার - স্টেডিয়াম

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

ফিফা ‘দ্য বেস্ট’ সংক্ষিপ্ত তালিকায় মেসি, নেই রোনালদো-নেইমার

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। ২০২৩ ফিফা পুরুষ অ্যাওয়ার্ডেরদ্য বেস্টপুরস্কারের তালিকায় আছেন ১২ জনলিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হুলিয়ান আলভারেস, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।

 


গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ব্যক্তিগত নৈপুণ্যর এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়াদের জনই গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির।

 

মোট সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক (নারী পুরুষ), বর্ষসেরা কোচ (নারী পুরুষ), বর্ষসেরা গোল, বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা। ইতিমধ্যে উয়েফা মেসি ক্লাব সতীর্থ ডি ব্রুইনাকে হারিয়ে প্রথমবার উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। ব্যালন ডিঅরের ৩০ জনের তালিকাতেও আছেন তাঁরা।

 

ফিফার বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় পেপ গার্দিওলা, সিমোন ইনজাঘি, আঞ্জ পোস্তেকগলু, লুসিয়ানো স্পাল্লেত্তি, জাভি। স্পেনের হয়ে প্রথম নারী বিশ্বকাপজয়ী আইতানা বোনমাতি বছরের উয়েফা বর্ষসেরা সেরা হয়েছেন। ফিফা দ্য বেস্টের বর্ষসেরা নারী ফুটবলারের তালিকাতেও আছেন তিনি। বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের তালিকায় আছেন ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা, মার্ক-আন্দ্রে টের স্টেগান।


সুত্র: আজকের পত্রিকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন