আর্জেন্টিনায় গিয়ে ‘বিশ্রামে’ জামাল ভূঁইয়া - স্টেডিয়াম

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

আর্জেন্টিনায় গিয়ে ‘বিশ্রামে’ জামাল ভূঁইয়া

আর্জেন্টিনায় সোল দা মায়োর হয়ে অভিষেকেই গোল করে দলকে জিতিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তার পর আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচও খেলেছেন। এখন আবার আর্জেন্টিনায় ফিরে গেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সেখানে আপাতত ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারছেন না। চোটের কারণে থাকতে হচ্ছে বিশ্রামে।


 

আগে থেকেই পায়ের মাংস পেশিতে ব্যথায় ভুগছিলেন জামাল। সেটি নিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলেও গেছেন। এখন আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না।


আজ সার্কুলো দেপোর্টিভোর বিপক্ষে ক্লাবের ম্যাচ থাকলেও জামাল এই ম্যাচে পুরোপুরি দর্শক। আর্জেন্টিনা থেকে বাংলা ট্রিবিউনকে জামাল বলেছেন, ‘পায়ের মাংস পেশিতে আগে থেকে ব্যথা ছিল। আফগানিস্তানের বিপক্ষে ব্যথানাশক ওষুধ ফিজিওর সাহায্য নিয়ে খেলেছি। আর্জেন্টিনায় এসে আপাতত ম্যাচ খেলতে পারছি না। সুস্থ হয়ে মাঠে নামতে চাই। সামনের মাসে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে। সেজন্য নিজেকে ফিট রাখতে হবে। সেটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ।

 

সুত্র: বাংলা ট্রিবিউন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন