ফ্রাত্তেসির জোড়া গোলে জিতলো ইতালি - স্টেডিয়াম

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

ফ্রাত্তেসির জোড়া গোলে জিতলো ইতালি

ইউরো বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার রাতে জয় পেয়েছে ইতালি। ঘরের মাঠে তারা - গোলে হারিয়েছে ইউক্রেনকে। ইতালির হয়ে দুটি গোলই করেছেন তরুণ তুর্কি ডেভিড ফ্রাত্তেসি।

 


 এই জয়ে ইউক্রেনকে পেছনে ফেলেসিগ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি। ম্যাচের ২টিতে জিতে, ১টিতে ড্র করে ১টিতে হেরে পয়েন্ট + গোল গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি। অন্যদিকে ম্যাচের ২টিতে জিতে, ১টিতে ড্র করে ২টিতে হেরে - গোল গড় পয়েন্ট নিয়ে ইউক্রেন আছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে নর্থ মেসিডোনিয়া আছে চতুর্থ স্থানে। যারা আগের ম্যাচে ইতালিকে রুখে দিয়েছিল - গোলে।

 

এদিন ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ইতালি। সময় বক্সের মধ্যে সতীর্থ মাত্তিয়া জাক্কাগনির বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করেন ফ্রাত্তেসি। ৩০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। খুব কাছ থেকে ঠাণ্ডা মাথার শটে বল জালে জড়ান তিনি। অবশ্য প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইউক্রেনের অ্যান্ড্রি ইয়ারমোলেনকো গোল করে ব্যবধান কমান।

 

বিরতির পর অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে - গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নতুন কোচ লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন