‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৩’ এর ক্যারম একক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবু, রানার-আপ হয়েছেন বিডিনিউজের কামাল হোসেন তালুকদার। এছাড়া বাংলাদেশ জার্নালের সুজন কৈরী তৃতীয় স্থান অধিকার করেছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সেমিফাইনাল খেলায় ভোরের কাগজের দেব দুলাল মিত্রকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন নুরুজ্জামান লাবু। অপর ম্যাচে সুজন কৈরীর বিপক্ষে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেন কামাল হোসেন তালুকদার।
খেলা
পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম ও কামাল হোসেন
তালুকদার। এসময় ভারপ্রাপ্ত সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
মো. আবু জাফরসহ ও ক্র্যাব কার্যনির্বাহী
কমিটির সদস্যবৃন্দ উপস্থি’ত ছিলেন। ক্যারম
একক খেলায় অংশগ্রহণ করেন ২২ সদস্য।
গত
৩ সেপ্টেম্বর ক্র্যাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে দাবা খেলার মধ্য দিয়ে এবারের ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৩’ শুরু হয়। ইতোমধ্যে দাবা ও কলব্রিজ খেলা
শেষ হয়েছে। ক্যারম একক ইভেন্টের খেলা চলছে।
এবারের
ওয়ালটন-ক্রাব ক্রীড়া উৎসবের ইনডোর-আউটডোর ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারম (একক-দ্বৈত), অকশন ব্রিজ, কলব্রিজ, শ্যুটিং, ম্যারাথন দৌড়, লুডু (সদস্য স্ত্রীদের জন্য) ও ফুটবল।
উল্লেখ্য,
এবারের ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব ২০২৩-এ প্রথমবারের মতো
সদস্যদের স্ত্রীদের জন্য থাকছে লুডু খেলা।
এই
আয়োজনের সহযোগিতায় রয়েছে ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার
রাইজিংবিডি ডটকম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন