আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি : লিটন - স্টেডিয়াম

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি : লিটন

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান লিটনের। তবে সাম্প্রতিক সময়ে লিটনের ব্যাটে রান খড়া। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোটামুটি রান পেলেও এশিয়া কাপে ব্যর্থ হয়েছেন লিটন। এশিয়া কাপের তিন ম্যাচে তার রান ১৬, ১৫ ০। বিশ্বকাপের আগে রানে ফেরার চেস্টায় লিটন দাসা।

 


২০১৯ সালের পর ৪৩ ম্যাচ খেলে ৩৯.৬৮ গড়ে হাজার ৫০৮ রান করেছেন লিটন। বাংলাদেশের ক্রিকেটরাদের মধ্যে সর্বোচ্চ রান। ৮৭.৬২ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। সমান ম্যাচে মুশফিকুর রহিম করেন দ্বিতীয় সর্বোচ্চ হাজার ৪৭৯ রান। এই পরিসংখ্যানের ধারা ধাক্কা খেয়েছে সর্বশেষ ১০ ম্যাচে। এই সময়ে স্রেফ ২৮. ৬২ গড় ৯২.৩৩ স্ট্রাইকরেটে ২২৯ রান আসে তার ব্যাটে। হাফ সেঞ্চুরি করেন দুটি। শূন্য রানে আউট হয়েছেন দুবার।

 

ব্যর্থতা কাটাতে চেষ্টা করছেন বলে জানালেন তিনি, ‘আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায়। আশা করছি তাড়াতাড়ি কামব্যাক করতে পারব। আত্মবিশ্বাসের বিষয় না। প্র্যাকটিস করছি, দেখা যাক কী করতে পারি।

 

লিটনের পারফরম্যান্স নিয়ে সম্প্রতি সমালোচনা হচ্ছে। বিশেষ করে বিশ্বকাপের আগে লিটনের ফর্ম নিয়ে চিন্তিত ক্রিকেট ভক্তরা। সামাজিক মাধ্যমগুলোতে এই নিয়ে তীব্র সমালোচনার স্বীকার হচ্ছেন তিনি। লিটন জানালেন এইসব সমালোচনা তিনি দেখেন না, ‘এখন এত পরিমাণে খেলা, সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রত্যেক খেলোয়াড়েরই নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে, পরিবারকে সময় দেয়। আমার মনে হয় না কোনো খেলোয়াড়কে এসব প্রভাবিত করে।

 

ভারতের বিপক্ষে দারুন খেলেছেন নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান। অভিষিক্ত তানজিম হাসান সাকিবও ছিলেন দূর্দান্ত। সবার প্রশংসা করে লিটন বলেছেন, ‘আমাদের প্রত্যেক বোলার ভারতের বিপক্ষে ভালো করেছে। সাকিবও প্রথম ম্যাচ খেলে দুর্দান্ত বোলিং করেছে। সব মিলে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলার নেই। সবাই শতভাগ দেওয়ার কারণেই ম্যাচটা জিতেছি।


সুত্র: বাংলা ট্রিবিউন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন