ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় জিকো-মোরসালিন - স্টেডিয়াম

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় জিকো-মোরসালিন

আগেই তারা ইঙ্গিত দিয়েছিলেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বৃহস্পতিবার ভাইভা তথা মৌখিক পরীক্ষা দিয়েছেন জাতীয় ফুটবল দলের দুই তারকা আনিসুর রহমান জিকো শেখ মোরসালিন। আজ একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তাদের সরাসরি মৌখিক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের ভর্তির সুপারিশ করা হবে।


 

ভাইভা শেষে মোরসালিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ ভাইভা ছিল। নিজের খেলা নিয়েই প্রশ্ন এসেছে। ভাইভা ভালো হয়েছে। প্রার্থী অনেকেই ছিল। স্যাররা বলেছেন যাচাই-বাছাই শেষে যোগ্যদের ভর্তির জন্য সুপারিশ করবেন।

 

১৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কোটা চালু হয়েছে। চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে ভর্তি হতে পারবেন জাতীয় পর্যায়ে ভালো করা খেলোয়াড়রা। আনুষ্ঠানিকতা শেষে জিকো-মোরসালিনকে সমাজ বিজ্ঞান অনুষদের বিষয়ে ভর্তির জন্য সুপারিশ করা হবে জানা গেছে। এছাড়া জাতীয় নারী দলের ফুটবলারও ভাইবা দিয়ে এসেছেন এদিন।

 

সুত্র: বাংলা ট্রিবিউন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন