শুক্রবার অধিনায়ক সাকিবের কাছ থেকে ক্যাপ পেয়েই উজ্জিবিত হয়ে উঠলেন তিনি! নিজের প্রথম ওভারেই ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরের পথ দেখান এই তরুণ। পরে নেন আরেক অভিষিক্ত তীলক বর্মার উইকেট। আজও তার অভিষেক ম্যাচে জুনিয়র সাকিবের শিকার হলেন তরুণ এই টপ অর্ডার ব্যাটার। সবমিলিয়ে ৭.৫ ওভার বোলিং করে ৩২ রান খরচায় তার শিকার দুটি উইকেট। শুরু এবং শেষে তার বোলিংই মূলত জয়ের পথটা তৈরি হয় বাংলাদেশের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন