শ্রীলঙ্কা ম্যাচও বৃষ্টির পেটে যাওয়ার শঙ্কা! - স্টেডিয়াম

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

শ্রীলঙ্কা ম্যাচও বৃষ্টির পেটে যাওয়ার শঙ্কা!

শ্রীলঙ্কার মাঠে ম্যাচ মানেই যেন এখন রাজ্যের দুশ্চিন্তা। ম্যাচ কি ঠিক সময়ে শুরু হবে, ম্যাচের ফল কি পাওয়া যাবেএবারের এশিয়া কাপে লঙ্কায় কোনো ম্যাচ শুরু হওয়ার আগে এই প্রশ্নগুলো উঁকি দেয় সবার মনে। লঙ্কায়বিনা নিমন্ত্রণেইপ্রতি ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি।

 


বৃষ্টির কথা মাথায় রেখেই ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে রাখা হয়েছিল রিজার্ভ ডে। যথারীতি রিজার্ভ ডেতে গড়িয়েছিল ম্যাচ। গতকাল রিজার্ভ ডেতেও হানা দিয়েছিল বৃষ্টি। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ফল এসেছে ঠিকই। তবে আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে তৈরি হয়েছে বাড়তি দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার পুরোটা সময়ই আজ আবহাওয়া মেঘলা থাকবে। ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও আকাশে সারা দিন মেঘ থাকবে। বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর সময় বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তাতে ম্যাচ দেরিতে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুটি দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে। কারণ এই ম্যাচের কোনো রিজার্ভ ডে নেই।

 

তাছাড়া কলম্বোর প্রেমাদাসায় পানি নিষ্কাশনের ব্যবস্থা তেমন উন্নত না। ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচেই তা দেখা গেছে। গত পরশু ভারতের ইনিংসের ২৪. ওভার শেষ হওয়ার পর থেমে যায় খেলা। উইকেট হারিয়ে গতকাল ১৪৭ রান করেছিল ভারতীয়রা। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা শুভমান গিল ফিফটি করে আউট হয়েছেন। এরপর পিচের ওপর ফোম ফেলে লাফালাফি করে শুকানোর চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। সেই চেষ্টা অবশ্য সফল হয়নি। ম্যাচ শেষ পর্যন্ত রিজার্ভ ডেতেই গড়িয়েছিল।


সুত্র: আজকের পত্রিকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন