আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। শুধু ২২ গজের পিচেই সেরা নন, ব্যাটিংয়ের বাইরে দর্শক-সমর্থকদের আনন্দ দিয়েও মন জয় করতে পটু তিনি। এশিয়া কাপে সুপার ফোরের আজকের ম্যাচেই যেমন দর্শক-সমর্থকদের মন জয় করেছেন ভারতীয় কিংবদন্তি।
সেটিও আবার একাদশে না থেকেও। কিংবদন্তি ব্যাটার হয়েও সতীর্থদের জন্য পানি টেনেছেন কোহলি। ১৩তম ওভারের শেষ বলে বাংলাদেশি ব্যাটার মেহেদী হাসান মিরাজ আউট হলে ড্রিংকস বিরতির সময় সতীর্থ মোহাম্মদ সিরাজের সঙ্গে একটি কালো ব্যাগ হাতে মাঠে ঢোকেন কোহলি। পানি ও কোমল পানীয় খাওয়ানোর আগে মুষ্টিবদ্ধ হাত দিয়ে সতীর্থদের উদ্বুদ্ধও করেন তিনি।
তারও আগে মাঠে প্রবেশ করার সময় দর্শকের মন জয় করেছেন কোহলি। ব্যাগ নিয়ে ঢোকার সময় নাচতে নাচতে সতীর্থদের কাছে দৌড় দিচ্ছিলেন ৩৪ বছর বয়সী ব্যাটার। দৌড়ের মাঝে একটু বিনোদনমূলক অঙ্গভঙ্গিও ছিল। তা দেখে গ্যালারির দর্শকেরা সমস্বরে চিৎকার করে ওঠেন। মাঠে থেকে যেভাবে সতীর্থদের সঙ্গে দুষ্টুমি করেন, ঠিক তেমনি সুযোগ পেয়েই আজকেও করলেন তিনি।
পানি
টানার কাজ অবশ্য এবারই প্রথম করছেন না কোহলি। এর
আগে এ বছরের জুলাইয়েও
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পানি টানার কাজ করেছিলেন সব মিলিয়ে দ্বিতীয়
সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। তারও আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে একই কাজ করেছিলেন কোহলি। সে সময় আবার
দলের অধিনায়কও ছিলেন তিনি। তবে চোটের কারণে ধর্মশালার সেই টেস্টে খেলা হয়নি তাঁর।
এশিয়া
কাপের ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে কোহলিকে বিশ্রাম দিয়েছে ভারতীয় দল। অবশ্য শুধু তিনিই নন, সর্বশেষ একাদশের আরও চার খেলোয়াড় আজকের ম্যাচে নেই। বাকি চার ক্রিকেটার হলেন—হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও সিরাজ। আগামী
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে পুরোদমে তাঁদের পেতেই বিশ্রাম দিয়েছে ভারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন