গল্পটা অন্যরকম হতে পারতো: মিরাজ - স্টেডিয়াম

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

গল্পটা অন্যরকম হতে পারতো: মিরাজ

ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এশিয়া কাপে খেলতে গেলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুতেই চোট জর্জর স্কোয়াড নিয়ে ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। গ্রুপ পর্বে আফগানিস্তান ও সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে কেবল জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার ভারতকে হারিয়ে শনিবার সকালে দেশে ফেরে বাংলাদেশ। দেশে নেমে বিমানবন্দরে মেহেদী হাসান মিরাজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিজেদের সেরা কম্বিনেশন আর খেলোয়াড়দের সেরা ফর্ম থাকলে এবারের গল্পটা ভিন্ন হতে পারতো।

 


শনিবার সকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে স্পিন অলরাউন্ডার এশিয়া কাপ নিয়ে বিমানবন্দরে মিরাজ বলেছেন, ‘আমি মনে করি এশিয়া কাপে প্লেয়ারদের ইনজুরি খুব ভুগিয়েছি। আমরা যদি সবাই ফিট থাকতাম খুব ভালো একটা টুর্নামেন্ট হতো। যেহেতু কয়েকজনের ইনজুরি হয়ে গেছে, বিশ্বকাপের আগে খুব দ্রুত রিকোভারের চেষ্টা করবো।’

 

এশিয়া কাপে বেশ কিছু ম্যাচে ওপেনিং পজিশনে ব্যাটিং করেছেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষেতো সেঞ্চুরিই করে ফেলেন এই অফস্পিনিং অলরাউন্ডার। ওপেনিং পজিশনে ব্যাটিং করা মিরাজ ভবিষ্যতে এই পজিশনে খেলতে চান কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘দেখেন, এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা আসলে টিম কম্বিনেশনের কারণেই দেওয়া হয়েছে। কারণ যদি ওপেনাররা সুস্থ থাকতো, প্রথম থেকে তাহলে হয়তো আমি করতাম না। বেসিক যে ওপেনার ছিল, তারাই করতো। হয়তো টিম কম্বিনেশনের জন্য আমাকে উপরে খেলতে হয়েছে। আলহামদুলিল্লাহ একটা ম্যাচে ভালো করেছি।’

 

ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে এই জয় দলকে উজ্জিবিত করবে বলে মনে করেন মিরাজ, ‘শেষ ম্যাচটা আমরা জিতেছি খুব ভালো লাগছে। ভারতের সঙ্গে জিতেছি, এটা অবশ্যই আমাদের দলের ভেতরে আলাদা আত্মবিশ্বাস ছড়িয়ে দেবে। যেহেতু ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ছিল। ওদের আমরা হারিয়েছি এটা আমাদের পরের ধাপে সাহায্য করবে যেহেতু সামনে বিশ্বকাপ আছে। সবাই অনেক হ্যাপি আছি।’

 

মিরাজ আরও বলেছেন,  আমাদের একটা আশা ছিল, যদি ভারতের সঙ্গে জিততে পারি আত্মবিশ্বাসটা ভালো থাকবে বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে। আমাদের সামনে বড় ইভেন্ট, যেহেতু ভারতে খেলা, ওদের হারাতে পারলে দলের স্পিরিটটা বেড়ে যাবে। ওটাই হয়েছে। শেষ ম্যাচে যেভাবে জিতেছি অসাধারণ।’

 

এশিয়া কাপের পুরো মিশন ব্যাখা করতে গিয়ে ডানহাতি এই অলরাউন্ডার বলেছেন, ‘দুইটা জয়ে অনেক প্রাপ্তি। আফগানিস্তান ভারতের সঙ্গে। শেষ ম্যাচে যেভাবে ক্রিকেট খেলেছে খেলোয়াড়রা আর তরুণরা যেভাবে এগিয়ে এসেছে; তানজিমের অভিষেক হয়েছে, খুব ভালো বল করেছে। তাওহীদ সাকিব ভাই জুটি গড়েছে। লোয়ার অর্ডাররা কখনো অনেক রান করতে পারেনি। কিন্তু ম্যাচে তারা কামব্যাক করে সামর্থ্য দেখিয়েছে। এটা দলের জন্য অনেক ইতিবাচক।’


 সুত্র: বাংলা ট্রিবিউন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন