ইউএস ওপেনে ফেরার ম্যাচ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জোকোভিচ - স্টেডিয়াম

মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

ইউএস ওপেনে ফেরার ম্যাচ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জোকোভিচ



দুই বছর পর ইউএস ওপেনে ফেরার ম্যাচ জয়ে রাঙিয়েছেন নোভাক জোকোভিচ। ফ্রান্সের আলেকসদঁ মুলেকে অনায়াসে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা। একই সঙ্গে কার্লোস আলকারাসকে পেছনে ফেলে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠাও নিশ্চিত হয়েছে তার।

নিউ ইয়র্কে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শেষ হওয়া ম্যাচে ৬-০, ৬-২, ৬-৩ গেমে জেতেন পুরুষ এককে রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের গত আসরে তিনি খেলতে পারেননি কোভিড টিকা না নেওয়ার কারণে। এখানে তিনবারের চ্যাম্পিয়ন ৩৬ বছর বয়সী তারকা এবার জিতলে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলবেন।

র‍্যাঙ্কিংয়ে ৮৪ নম্বরে থাকা মুলের বিপক্ষে জোকোভিচের ম্যাচ শুরু হতে বেজে যায় স্থানীয় সময় রাত ১১টা। তবে এ নিয়ে কোনো অভিযোগ নেই জোকোভিচের। বরং ভালো খেলার তৃপ্তি তার কণ্ঠে।  

“আমি খুব ভালো শুরু করেছিলাম। ম্যাচ অনেক দেরিতে শুরু হয়েছিল, কিন্তু আমি কোর্টে নামতেই রোমাঞ্চিত ছিলাম, (এখানে আমার সবশেষ ম্যাচ খেলার) দুই বছর হয়ে গেছে।”

“দ্বিতীয় ও তৃতীয় সেটে আমার সার্ভের মাত্রা কমিয়ে দিয়েছিলাম এবং আমাকে পয়েন্টের জন্য একটু বেশি পরিশ্রম করতে হয়। তবে আমি দুর্দান্ত খেলেছি।”


ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি ৩৮৯ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার রেকর্ডধারী জোকোভিচ এবারের আসর শেষে আনুষ্ঠানিকভাবে আবার চূড়ায় উঠবেন। দ্বিতীয় রাউন্ডে তিনি স্পেনের বের্নাবে সাপাতা মিরায়েসের বিপক্ষে খেলবেন।

এই বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জয়ের পর গত মাসে উইম্বলডনের ফাইনালে আলকারাসের বিপক্ষে হেরে যান জোকোভিচ।

জোকোভিচের অনুপস্থিতিতে গত বছর ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতা স্পেনের আলকারাস শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে মঙ্গলবার জার্মানির ডোমিনিক কেপফারের বিপক্ষে কোর্টে নামবেন।

ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই জোকোভিচ ও আলকারাসের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন