আইসিসির সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার শুভমান গিল - স্টেডিয়াম

শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আইসিসির সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার শুভমান গিল

চলমান বিশ্বকাপ ভারতের ওপেনিংয়ে ভরসা ছিলেন তরুণ শুভমান গিল। তবে ভারত দুটি ম্যাচ খেললেও মাঠে নামা হয়নি গিলের। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এই ওপেনার। এর মধ্যেই সুখবর পেয়েছেন গিল। আইসিসির সেপ্টেম্বর মাসেরপ্লেয়ার অব দ্য মান্থহয়েছেন ভারতীয় ওপেনার।

 


গিলের সঙ্গে আইসিসির সেপ্টেম্বর সেরা হওয়ার দৌড়ে ছিলেন তারই জাতীয় দলের সতীর্থ ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান। তাদেরকে পেছনে ফেলে সেরা হয়েছেন চলতি বছর ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটানো গিল।

 

সেপ্টেম্বর মাসে ৮টি ওয়ানডে খেলে ৯৯.৩৭ গড়ে ৪৮০ রান করেছেন গিল। এর মধ্যে দুটি সেঞ্চুরি ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলার পর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন নেপাল এবং পাকিস্তানের বিপক্ষেও।

 

সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও গিলের ব্যাট ছিল বেশ চওড়া। প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ৭৪ ১০৪ রানের দুটি ইনিংস খেলেন এই ওপেনার।  চলতি বছরেও ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন গিল। ৭২.৩৫ গড়ে করেছেন ১২৩০ রান।

 

মাসসেরা ক্রিকেটার হয়ে নিজের অনুভূতি জানিয়ে গিল বলেন, ‘আইসিসির সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পেরে আনন্দিত। আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের। আরো ভালো দেশকে গর্বিত করতে এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে।

 

গিল আরও বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরেছি, যে কারণে এশিয়া কাপ জয়ের সৌভাগ্য হয়েছে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। আসলে আমি সুযোগটা নিতে চেয়েছি। আমার সতীর্থ, পরিবার কোচদের ধন্যবাদ; যাদের ছাড়া এই অর্জন সম্ভব হতো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন