বিশ্বকাপের কোনো দল ঘোষণা, দলের ম্যাচের আগের দিন স্বাভাবিকভাবেই সে দলের কোচ, অধিনায়কেরা থাকেন আলোচনায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে চলছে কথাবার্তা।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামীকাল ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচের আগে সংবাদসম্মেলনে এসেছেন হাথুরুসিংহে। প্রধান কোচের সামনে এসেছে সাকিবের প্রসঙ্গ। যেখানে বাংলাদেশ অধিনায়ক ভারতে যাওয়ার পর এখনো গণমাধ্যমের
সামনে আসেননি। এমনকি খেলেননি দুটো প্রস্তুতি ম্যাচও।
হাথুরুসিংহের
কাছে আজ এসেছে বাংলাদেশের
বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়া সাকিবের সাক্ষাৎকারের প্রসঙ্গ। সেই সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক তামিমের বিশ্বকাপ না খেলা, বিসিবি
সভাপতি নাজমুল হোসেন পাপন, প্রধান কোচ হাথুরুসিংহেকে নিয়ে কথা বলেছেন। যা নিয়ে পরে
অনেক সমালোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সাকিব
একটা সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। যা বিতর্ক তৈরি
করেছে। আপনি কী তার সঙ্গে
এই বিষয়টি নিয়ে কথা বলেছেন?’ হাথুরুসিংহে উত্তর দিয়েছেন বেশ কৌশলেই। বাংলাদেশ কোচ বলেন, ‘সাকিবের সঙ্গে তার ব্যাটিং, বোলিং আর অধিনায়কত্ব নিয়ে
কথা হয়েছে।’
সাকিবকে
ছাড়া গুয়াহাটিতে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে।
লঙ্কানদের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে লঙ্কানদের দেওয়া ২৬৪ রানের লক্ষ্য বাংলাদেশ ৮ ওভার হাতে
রেখে ৭ উইকেটে জিতে
যায়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ইংল্যান্ড ৭৭ বল হাতে
রেখে ৪ উইকেটের জয়
পায়।
সুত্র: আজকের পত্রিকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন