সাকিব এখন তিন নম্বরে - স্টেডিয়াম

শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

সাকিব এখন তিন নম্বরে

আফগানদের প্রথম দুই উইকেট নেওয়া সাকিব আল হাসান আবারও আঘাত হানলেন, এবার তার শিকার নাজিবুল্লাহ জাদরান। বাংলাদেশ অধিনায়কের করা স্টাম্পের উপরের ডেলিভারি খেলতে গিয়ে লাইন মিস করে আউট হন রান করা নাজিবুল্লাহ।

 


বিশ্বকাপে এটা সাকিবের ৩৭তম উইকেট। এই উইকেট দিয়ে বিশ্বকাপ রেকর্ডে নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে গেছেন তিনি। বিশ্বকাপে স্পিনারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট এখন সাকিবের। তার সামনে আছেন কেবল ইমরান তাহির সর্বোচ্চ উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন