১৯তম এশিয়ান গেমসের অষ্টম দিন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবর দিয়েছেন বক্সার সেলিম হোসেন। হ্যাংজু জিমনেসিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণির প্রি কোয়ার্টারে তাজিকিস্তানের আসরর ভকিধভকে নকআউট করেছেন তিনি।
শনিবার প্রথম রাউন্ডে পাঁচ জাজের বিচারে পিছিয়ে ছিলেন সেলিম। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ভিন্নরূপে হাজির হন। তৃতীয় মিনিটে তাজিক প্রতিপক্ষকে আক্রমণ করেন। এর ফলে চোখের ওপর কেটে যায় তার। খেলা বন্ধ করে সেলিমকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে শ্রীলঙ্কার রাকমাল প্রসন্নকে প্রথম রাউন্ডে হারিয়েছিলেন। ৩ অক্টোবর কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিপক্ষের মুখোমুখি হবেন সেলিম। সেই ম্যাচে জিতলেই পদক নিশ্চিত। ফাইনালে উঠলে তো স্বর্ণ কিংবা রৌপ্য থাকছেই, সেমিফাইনালে পরাজিত দুই বক্সারের জন্য থাকছে ব্রোঞ্জ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন