অশ্বিনের শেষ বিশ্বকাপ - স্টেডিয়াম

রবিবার, ১ অক্টোবর, ২০২৩

অশ্বিনের শেষ বিশ্বকাপ

বিশ্বকাপের মূল দলে তার নামই ছিল না। দল চূড়ান্তকরণের শেষ দিনে এসে তার কপাল খুলে দেয় অক্ষর প্যাটেলের ইনজুরি। বলা হচ্ছে ভারতের অফস্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের কথা। ঘরের মাঠে বড় ইভেন্টে খেলার সুযোগ পেলেও অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়েছেন, এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ!

 


ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ৩৭ বছর বয়সী অশ্বিন, ‘ভালো জায়গায় থেকে খেলাটা উপভোগ করতে পারলে আমার জন্য সেটা ভালো। কারণ, হতে পারে এটা আমার শেষ বিশ্বকাপ। ফলে বিশ্বকাপ উপভোগ করাটাই আমার জন্য মূল বিষয়।

  

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে সাফল্য দেখিয়েছেন অশ্বিন। প্রথম দুটি ওয়ানডেতেই খেলার সুযোগ পেয়েছেন। বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত সুযোগ পাবেন-এমনটা কল্পনাও করতে পারেননি। বলেছেন, ‘কেউ এমন প্রশ্ন করলে বলতাম তিনি মজা করছেন! সত্যি কথা আমি আসলে কল্পনাও করতে পারিনি এখানে থাকবো। পারিপার্শ্বিকতা আমার এখানে থাকার বিষয়টা নিশ্চিত করেছে। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে।

  

অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে মোট ১০টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২০১৫ আসরে খেলেছেন। ২৪.৮৮ গড়ে ১৭ উইকেট নিয়েছেন সব মিলে। ইকোনমি ছিল .৩৬। সেরা বোলিং /২৫। বর্তমান দলটিতে কোহলি ছাড়া ২০১১ বিশ্বকাপ জয়ী দলটির সদস্যও ছিলেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন