‘হিন্দু ও ভারতবিরোধী’ পোস্টের জেরেই কি ভারত ছাড়লেন পাকিস্তানের সঞ্চালক? - স্টেডিয়াম

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

‘হিন্দু ও ভারতবিরোধী’ পোস্টের জেরেই কি ভারত ছাড়লেন পাকিস্তানের সঞ্চালক?

আইসিসি বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলের সদস্য ছিলেন পাকিস্তানের ক্রীড়া সঞ্চালক জয়নব আব্বাস। দায়িত্ব পালন করতে ভারতে এসেছিলেন তিনি। কিন্তু চার দিনের মাথায় ভারত ছাড়তে হলো তাকে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার করাহিন্দুবিরোধীভারতবিরোধীপোস্টের কারণে দিল্লির এক আইনজীবীর সাইবার আইনে অভিযোগ দায়েরের পর তার দেশে ফেরা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

 


বিভিন্ন সূত্র জানিয়েছে, নিরাপদে দুবাইয়ে পৌঁছেছেন জয়নব। সেখান থেকে পাকিস্তানে ফিরে যাবেন। গত অক্টোবর এই পাকিস্তানের সঞ্চালকের বছর আগের কিছু টুইট উল্লেখ করে দিল্লি পুলিশের কাছে সাইবার আইনে অভিযোগ করেন আইনজীবী বিনিত জিন্দাল। অভিযোগ করা পোস্টে আইসিসি বিসিসিআইকে ট্যাগ করে তিনি বিশ্বকাপের কাজ থেকে জয়নবকে অপসারণের দাবি জানান।

  

বিশ্বকাপ শুরুর আগেও বিতর্কিত পোস্ট করেন জয়নব। অক্টোবর এক্সে একটি লম্বা পোস্ট করেন তিনি। সেখানে জানান, ভারতে কী এমন আকর্ষণ রয়েছে সেটা খতিয়ে দেখতে চান। দুই দেশের মধ্যে সংস্কৃতিগত মিল, ভাষা এবং শিল্পের সাদৃশ্য থাকলেও কেন এত বিরোধিতা, তা খুঁজে দেখতে চেয়েছিলেন। পাকিস্তানের প্রথম ম্যাচটিও কভার করেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ না কাটতেই দেশে ফিরতে হল তাকে।

  

জয়নবকে চলে যেতে বাধ্য করা হয়েছে, এমন দাবি উড়িয়ে দিয়ে আইসিসির মুখপাত্র সি রাজশেখর রাও জানান, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন এই সঞ্চালক। তিনি বলেন, ‘জয়নবকে চলে যেতে বাধ্য করা হয়নি। ব্যক্তিগত কারণে তিনি চলে গেছেন।


সুত্র: বাংলা ট্রিবিউন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন