সৌরভ গাঙ্গুলিকে ছাপিয়ে বিশ্বকাপে রুটের দুই কীর্তি - স্টেডিয়াম

শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

সৌরভ গাঙ্গুলিকে ছাপিয়ে বিশ্বকাপে রুটের দুই কীর্তি

ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের খেলা শুরু হয়েছে গতকাল। আর প্রথম ম্যাচেই আয়োজক দেশ ভারতের কিংবদন্তি ব্যাটার সৌরভ গাঙ্গুলিকে পেছনে ফেলেছে গত আসরের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের ব্যাটার জো রুট। বৃহস্পতিবার এই ডানহাতি ব্যাটার খেলেছিলেন ৭৭ রানের ইনিংস আর তাতেই করে ঘটিয়েছেন এই কাণ্ড। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষের এই ম্যাচে হেরেছে তারা।

 


এর আগে গতকালের ম্যাচের আগে আইসিসি টুর্নামেন্টে দ্রুততম হাজার রান সম্পূর্ণ করা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে ছিল সৌরভ গাঙ্গুলি। তিনি ২০ ম্যাচ খেলে করেছিলেন হাজার রান। তবে গতকাল তাকে পেছনে ফেলে ১৯ ম্যাচে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রুট।

 

শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও তাকে পেছনে ফেলেছে ইংলিশ এই ব্যাটার। ৪২৪ ম্যাচ খেলে সৌরভ ১৮ হাজার ৫৭৫ রান করেছেন। এই ম্যাচে নামার আগে সৌরভকে টপকে যাওয়ার জন্য রুটের প্রয়োজন ছিল মাত্র ২০ রান। রুট করেছেন ৭৭ রান। এই মুহূর্তে তার আন্তর্জাতিক রান সংখ্যা ১৮ হাজার ৬০২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন