রোনালদোর গোলের পর আল নাসরের ঘুরে দাঁড়ানো জয় - স্টেডিয়াম

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

রোনালদোর গোলের পর আল নাসরের ঘুরে দাঁড়ানো জয়

ক্রিস্টিয়ানো রোনালদো তার গোলের ধারা ধরে রেখেছেন। সোমবার আল নাসরের জার্সিতে টানা সাত ম্যাচে গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। আল আওয়াল পার্কে তার দল এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ইস্তিকলোলকে স্বাগত জানায়। আল আওয়াল পার্কে তার সমতা ফেরান তিনি। এরপর - গোলে ঘুরে দাঁড়ানো জয় পায় আল নাসর।

 


প্রথমার্ধে দাপট দেখায় স্বাগতিক আল নাসর। তবে প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি। উল্টো বিরতির মিনিটখানেক আগে তাজিক প্রতিপক্ষের কাছে গোল হজম করে তারা। দলের প্রথম শটে জাল কাঁপান সেনিন সেবাই।

  

বিরতির পর সৌদি ক্লাবের হতাশা বেড়ে যাচ্ছিল। অবশেষে ৬৬ মিনিটে সমতাসূচক গোল করেন রোনালদো। তার শট প্রথমে ব্লক হলেও ফিরতি শটে ইস্তিকলোল কিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান। অ্যান্ডারসন তালিস্কা পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন। তাতে জিতে যায় আল নাসর। টুর্নামেন্টের গ্রুপ পর্বে শতভাগ সাফল্য ধরে রাখলো তারা। দুই ম্যাচে পয়েন্ট নিয়ে শীর্ষে সৌদি ক্লাব।  কাতারে আল দুহাইলের বিপক্ষে জিতে ইরানের পেরসেপলিস পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।


সুত্র: বাংলা ট্রিবিউন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন