জাতীয় দলের দায়িত্ব ছাড়ার প্রায় এক বছর পর ফ্ল্যামেঙ্গোর ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন ব্রাজিলের সাবেক কোচ তিতে। সোমবার রিও ডি জেনিরো ক্লাব এই খবর নিশ্চিত করেছে।
ক্লাব ভাইস প্রেসিডেন্ট মার্কোস ব্রাজ গ্লোবোস্পোর্তকে জানান, ‘আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সরাসরি আলোচনা হয়েছে। সবকিছু চমৎকারভাবে শেষ হলো।’ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিতেকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর ৬২ বছর বয়সী কোচকে নিয়োগ দিলো ফ্ল্যামেঙ্গো।
গত বছর ডিসেম্বরে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর ব্রাজিলের সঙ্গে তিতের সম্পর্ক শেষ হয়। ছয় বছর ধরে সেলেসাওদের দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনে ৮১ ম্যাচে ৬০ জয়ের স্বাদ পায় ব্রাজিল। হারে মাত্র ছয়টি।
তিতের সঙ্গে ব্রাজিল ২০১৯ সালের কোপা আমেরিকা জেতে। কিন্তু তার আগের বছরের বিশ্বকাপেও বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন