বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে কম জল ঘোলা করেনি বিসিবি। শেষ পর্যন্ত তারা তামিম ইকবালকে না নিয়েই ভারতে পাঠিয়েছে সাকিব আল হাসানদের। শেষ মুহূর্তে দলের সঙ্গে তামিমকে না পেয়ে হতাশ হয়েছেন অনেকেই।
তবে নাটক সেখানেই থেমে থাকেনি। সাকিব আল হাসান একটি ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছিলেন। সেখানে বিসিবি প্রধানের ভালো-মন্দ নিয়ে কথা বলার পাশাপাশি তামিমের দলে না থাকার কারণ নিয়েও বলেছেন কথা।
তবে তার আগে তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দিয়েছিলেন একটা ভিডিও বার্তা। সেখানের শেষ ভাগে তি বলেছিলেন, ‘আমাকে মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর সেখানেই গ্যালারিতে চোখে পড়েছে এক ব্যানার। তাতে লেখা, ‘আমরা আপনাকে কখনো ভুলব না।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন