এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে ‘এইচ’ গ্রুপে কোনও ম্যাচ না জিতেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে অনেক আশা নিয়ে মাঠে নামলেও জিততে পারেনি জুলফিকার মাহমুদ মিন্টুর দল। ফিলিপাইনের কাছে হেরেছে ১-০ গোলে। তাতে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ নিয়ে দেশে ফিরছে তারা।
থাইল্যান্ডের
চনবুরিতে প্রথম ম্যাচে হেরেছে মালয়েশিয়ার কাছে। দ্বিতীয়
ম্যাচে ঘুরেও দাঁড়াতে পারেনি। থাইল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে। অপর দিকে, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কাছে
মোট ৯ গোল খাওয়া
ফিলিপাইন তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো।
আজ
ফিলিপাইনের বিপক্ষে প্রথমার্ধে কোনও গোল হতে দেয়নি বাংলাদেশ। রক্ষণটা ঠিকঠাক করতে পেরেছিল। তবে বিরতির পর তাদের সব
প্রতিরোধ ভেঙে পড়ে। ৫৬ মিনিটে পিছিয়ে
পড়ে বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল হজম করে। ম্যাচে সমতা আনতে সুযোগ পেলেও সফল হতে পারেনি মিন্টুর দল। ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৫-এ থাকা বিজয়ী
দল এই স্কোরলাইন ধরে
রেখে মাঠ ছেড়েছে।
সুত্র: বাংলা
ট্রিবিউন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন