দেশে ফিরলেন সাকিব-লিটনরা - স্টেডিয়াম

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

দেশে ফিরলেন সাকিব-লিটনরা

ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছিলো বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণ হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। তিনবারের ফাইনালিস্টরা অনেকটা খালি হাতেই দেশে ফিরেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব আল হাসানরা।

 


এশিয়া কাপের প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে শুরু হয় বাংলাদেশের এশিয়া কাপের মিশন। পরের ম্যাচে আগফানিস্তানের বিপক্ষে বড় জয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিবরা। কিন্তু সুপার লিগের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ।  তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচটিতে দারুন ক্রিকেট খেলেছে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যাটিং ছাড়া বাকি সব জায়গাতেই প্রভাব বিস্তার করেছে সাকিব আল হাসানের দল।

 

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে এই জয় বাংলাদেশকে উজ্জীবিত করেছে উল্লেখ্য করে সাকিব বলেছেন, ‘আমি মনে করি আমরা একটি খুব ভালো দল পেয়েছি (বিশ্বকাপের জন্য)। অনেক ইনজুরি ছিল। খেলোয়াড়দের আসা এবং যাওয়ার কারণে এই এশিয়া কাপে ভালো কিছু হলো না। আমি মনে করি আমরা বিশ্বকাপে বিপজ্জনক দল হতে যাচ্ছি।

 

শনিবার দেশে ফিরলে বাংলাদেশের বিশ্রামের সুযোগ নেই। ২১ তারিখেই আবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নেমে পড়তে হবে।  যদিও এই সিরিজে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা রয়েছে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াও জরুরি। সামনেই লম্বা সময়ের জন্য মাঠের ক্রিকেটে ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন