চট্টগ্রামে ম্যাচ খেলতে মাঠে নামছেন তামিম - স্টেডিয়াম

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রামে ম্যাচ খেলতে মাঠে নামছেন তামিম

কোমরের চোট সারিয়ে নেটে ফিরেছেন আগেই। বাকি ছিল ম্যাচ প্রস্তুতি। অভাবিত কিছু না ঘটলে ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে ম্যাচ খেলবেন তামিম ইকবাল। সেখানেই বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির সুযোগ পাবেন মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলামরা।

 


 এশিয়ান গেমসের জন্য ছেলেদের দল এখনো ঘোষণা করেনি বিসিবি। ১৪ সেপ্টেম্বর একটি ৪০ ওভার এবং এরপর টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এশিয়াডের দল বনাম বাংলাদেশ টাইগার্স। টাইগার্স দল এখনো ঘোষিত হয়নি।

 

তবে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তুতি ম্যাচে মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলামসহ বিশ্বকাপের বিকল্প খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন।আমরা দেখতে চাই তারা (বিশ্বকাপের স্ট্যান্ড বাই যাঁরা) এখন কোন অবস্থায় আছে। ৪০ ওভারের ম্যাচটিতে ওটা দেখে নেওয়া হবে।অবশ্য বিশ্বকাপের আগে ঘরের মাঠে আরো বড় সুযোগ পাওয়ার কথা মাহমুদ-তাইজুলদের।

 

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ‘ব্যাটিং প্র্যাকটিসের জন্য তামিম ম্যাচটা খেলছে না। মূলত পুরো ২০ ওভার ফিল্ডিং করতে ওর সমস্যা হয় কি না, সেটাই আমরা দেখতে চাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন