উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না এবারের বিশ্বকাপে - স্টেডিয়াম

বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না এবারের বিশ্বকাপে

গুঞ্জন ছিল ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপে হতে যাচ্ছে জমকালো উদ্বোধন। সময় ঘনিয়ে আসতে আসতে সেই খবরও বাতাসে মিলিয়ে গেলো! দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এবারের আসরে থাকছে না কোনও উদ্বোধনী অনুষ্ঠান।

 


সর্বশেষ ২০১১ সালে এই উপমহাদেশ বিশ্বকাপ আয়োজন করেছিল। যার জমকালো উদ্বোধন হয়েছিল ঢাকায়। এবার অবশ্য তেমন কিছু হচ্ছে না। তবে বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছেক্যাপ্টেন্স ডেনামের পোশাকি ইভেন্ট। দশ দলের অধিনায়ক আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স ছবি তোলার আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। একই মাঠে কাল ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ।

 

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নানা ধরনের গুঞ্জন থাকলেও এক ঘনিষ্ঠ সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘এটা নিশ্চিত করছি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কোনও ধরনের পরিকল্পনা কখনও করা হয়নি।

 

গত এপ্রিলে আইপিএলের সময় বড় ধরনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটার যৌক্তিকতা নিয়ে ওই সূত্র বলেছেন, ‘আইপিএলের ক্ষেত্রে একটা সংক্ষিপ্ত আয়োজন করা যায়, যেহেতু ম্যাচটা সন্ধ্যার দিকে। কিন্তু বিশ্বকাপের ম্যাচ শুরু হচ্ছে দুপুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন