সাকিবের উরুতে টান, ম্যাচের মাঝেই হাসপাতালে - স্টেডিয়াম

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

সাকিবের উরুতে টান, ম্যাচের মাঝেই হাসপাতালে

নিউ জিল্যান্ডের কাছে হারের পর শুক্রবার রাতে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিশ্চিত করেছেন সাকিবের হাসপাতালে যাওয়ার বিষয়টি।

 


বাংলাদেশ অধিনায়ক থাই স্ট্রেইনে (উরুর পেশিতে টান) ভুগছেন। তার স্ক্যান করা হয়েছে, রিপোর্ট এলে পরবর্তী কতটা গুরুতর জানা যাবে।

 

বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিং করতে নেমে উইকেটে ২৪৫ রান করে। তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড ৪৩ বল হাতে রেখে উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। এদিনও বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল ব্যর্থতার মিছিল। সর্বোচ্চ মুশফিকুর রহিম ৬৬ রান করেন। ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ সাকিব ৪০ রান করেন। বল হাতে মোস্তাফিজ-সাকিব ১টি করে উইকেট নেন।

 

হারের কারণ হিসেবে ব্যাটারদের ব্যর্থতাকে দুষছেন শান্ত। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো হয়নি। গত ম্যাচেও আমরা খুব বাজে খেলেছি। বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার।

 

 

আমি বলছি না আমাদের ব্যাটিংয়ের সময় খুব সতর্ক থাকতে হবে। তবে আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা জানি বিশ্বকাপের উইকেট ভালো। আমরা যদি শুরুতে ভালো করতে পারি, তাহলে ব্যাটিং দল হিসেবে আমাদের ভালোই মনে হবে’ -আরও যোগ করেন শান্ত।

 

ব্যাটিংয়ের ব্যর্থতার দিনে বোলারদের প্রশংসা করেন শান্ত। যদিও এক মোস্তাফিজ ছাড়া বাকি দুই পেসার তাসকিন আহমেদ শরিফুল ইসলাম উইকেটের দেখা পাননি।

 

শান্ত বলেন, ‘আজ তিন পেসারের কথা বলতেই হয়, তারা খুবই ভালো বোলিং করেছে। গত ম্যাচে আমরা ভালো বোলিং করিনি। কিন্তু আজ পেসাররা তাদের সামর্থ্য দেখিয়েছে, ভালো বোলিং করেছে। এটা আমাদের সামনের ম্যাচগুলোতে নিশ্চয়ই সাহায্য করবে।

 

সবচেয়ে বড় উন্নতিটা এসেছে পেস বোলিংয়ে। পরের ম্যাচগুলো নিশ্চয়ই অন্যরকম হবে। আমাদের ভালো ব্যাটিং করতে হবে, দায়িত্ব নিতে হবে।’ -যোগ করেন শান্ত।

 

সুত্র: রাইজিং বিডি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন