উদ্বোধনী দিনে ফ্রিতে খেলা দেখবেন ৩০ থেকে ৪০ হাজার নারী - স্টেডিয়াম

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

উদ্বোধনী দিনে ফ্রিতে খেলা দেখবেন ৩০ থেকে ৪০ হাজার নারী

মঞ্চ প্রস্তুত। বৃহস্পতিবার দুপুরেই ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। দিনটিকে আলাদাভাবে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। ফ্রি টিকিটে এদিন মাঠে খেলা দেখবেন ৩০ হাজার থেকে ৪০ হাজার নারী দর্শক! উদ্বোধনী ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

 


অবশ্য এমন উদ্যোগের কারণও আছে। গত মাসে ভারতের পার্লামেন্টে পাস হয়েছে নারী সংরক্ষণ বিল। আর এটাকে প্রেরণা হিসেবে নিয়েই গ্যালারিতে নারী ক্রিকেটপ্রেমীদের আনার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। আহমেদাবাদের বোদাকদেভ অঞ্চলের বিজেপির সহ-সভাপতি ললিত ওয়াধাওয়ান এমন তথ্য জানিয়েছেন।

 

শুধু ফ্রি টিকিটই নয়। এদিন চা লাঞ্চের জন্য সৌজন্য কুপনও সরবরাহ করা হয়েছে।  ললিত ওয়াধাওয়ান ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘প্রায় ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শক আহমেদাবাদের উদ্বোধনী ম্যাচ দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবকদের বলা হয়েছে নাম প্রেরণ করতে। তার পর টিকিট তাদের হাতে পৌঁছেও দেওয়া হয়েছে।


সুত্র: বাংলা ট্রিবিউন

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন