ভারতের বিপক্ষে কোনো প্রত্যাশা নেই বাংলাদেশের! - স্টেডিয়াম

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

ভারতের বিপক্ষে কোনো প্রত্যাশা নেই বাংলাদেশের!

তাওহীদ হৃদয়ের ঘুম যেন ভাঙছে না। টিম হোটেলের সামনের সবুজ লনে সংবাদকর্মীদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। পরে জানা যায় হৃদয় ঘুমাচ্ছিলেন, তাই প্রস্তুত হয়ে আসতে দেরি। ঘুম ঘুম চোখে হৃদয় এলেন, বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে সেলফিও তুললেন উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে।


তিনদিন বিশ্রাম শেষে চতুর্থ দিনও টিম হোটেলে কাটিয়েছে বাংলাদেশ। কারণ, বুধবার বাংলাদেশের অনুশীলন সূচি রাতে। আগের দিন টিম মিটিংয়ের কাজ সেরা ফেলায় আজ তেমন কোনো কাজ ছিল না। তাই ক্রিকেটাররা বিশ্রাম করে পার করছিলেন সময়।

 

রাত ৮টায় অনুশীলনের আগে বিকেলে হৃদয় জানান, ভারতের বিপক্ষের ম্যাচে তার কোনো আলাদা প্রত্যাশা নেই। অবদান রাখার চেষ্টা করবেন দলে, ‘আমার মনে কোনো এক্সপেকটেশন নাই। আমি কোনো চিন্তা ভাবনা করি না। আমি যখন মাঠে যাব, তখন ট্রাই করব, টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করার।


গতকাল ভারতের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় এশিয়া কাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিশ্চিত হয়ে যায়। তাই ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটি বলা যায় নিয়মরক্ষার ম্যাচ। কারণ, ভারত সুপার ফোরের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

 

বাদ পড়ে যাওয়ায় ক্রিকেটার-কোচ-কর্মকর্তাদের শরীরি ভাষায় দেখা যাচ্ছে আড়ষ্টতা। টিম হোটেলের লবিতে এক কর্তাতো বলেই দিয়েছেন, ‘আমরা টুর্নামেন্টে নাই, বেশি কিছু ভাবছি না, ভালোভাবে শেষ করার প্রত্যাশা।

  

ছুটি কাটিয়ে সকালে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে মুশফিকুর রহিম আর ফিরছেন না। সদ্য কন্যা সন্তানের বাবা হওয়া এই উইকেটরক্ষক ব্যাটারকে ভারত ম্যাচের জন্য ছুটি দিয়েছে বোর্ড। তার না থাকায় হৃদয়দের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।

 

তবে হৃদয় ভাবছেন না এভাবে, ‘আমি আসলে এইভাবে চিন্তা করি না। কার সঙ্গে খেলা, কার দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমি সব সময় ট্রাই করি আমার যে প্রসেস আছে সেই প্রসেসে থাকার জন্য। এবং যেই দিনটাতে আমি খেলব, সেই দিনটা আমি সব সময় ট্রাই করি যে টিমের জন্য যেন কন্ট্রিবিউট করতে পারি।

 

এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে হৃদয় খোলস ছেড়ে বের হতে পারেননি। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে খেলেন ৮২ রানের ঝকঝকে ইনিংস। তবে সতীর্থদের আসা যাওয়ার মিছিলে হেরে যায় দল। নিশ্চিত হয়ে যায় বাদ পড়াও।

 

পেছনে তাকাতে চান না এই তরুণ ব্যাটার, ‘আমরা আগেও যেটা বলেছি, যেটা চলে গিয়েছে ওইটা নিয়ে আমরা ভাবি না। আমাদের বর্তমানে থাকার ট্রাই করি সব সময়। যেহেতু আমাদের সামনে ইন্ডিয়ার সঙ্গে খেলা, ট্রাই করব ভালোভাবে শেষ করে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যত তাড়াতাড়ি ওভার কাম করে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা যেতে পারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন