‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৩’ এর ক্যারম দ্বৈত ইভেন্টের খেলা আজ মঙ্গলবার শেষ হয়েছে। ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বিডিনিউজের কামাল হোসেন তালুকদার ও বাংলাদেশ জার্নালের সুজন কৈরী। আর রানার-আপ হয়েছেন ঢাকা পোস্টের জসীম উদ্দীন ও দৈনিক আজকের পত্রিকার আমানুর রহমান রনি। এছাড়া তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশ সময়ের ইকরামুল কবীর টিপু ও যুগান্তরের সিরাজুল ইসলাম জুটি।
আজ
বেলা ১১টায় ক্যারম দ্বৈতের খেলা শুরু হয়। পর্যায়ক্রমে গ্রæপপর্বের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলা
অনুষ্ঠিত হয়। ফাইনালে জসীম উদ্দীন ও আমানুর রহমান
রনি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কামাল হোসেন
তালুকদার ও সুজন কৈরী
জুটি।
খেলা
পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম ও কামাল হোসেন
তালুকদার। এসময় ভারপ্রাপ্ত সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
মো. আবু জাফর ও ক্র্যাব কার্যনির্বাহী
কমিটির সদস্যবৃন্দসহ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অতিরিক্ত পরিচালক মো. মেহরাব হোসেন আসিফ ক্যারম খেলা উপভোগ করেন। ক্যারম দ্বৈত খেলায় অংশগ্রহণ করেন ২২ সদস্য।
এবারের
ওয়ালটন-ক্রাব ক্রীড়া উৎসবের ইনডোর-আউটডোর ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারম (একক-দ্বৈত), অকশন ব্রিজ, কলব্রিজ, শ্যুটিং, ম্যারাথন দৌড়, লুডু (সদস্য স্ত্রীদের জন্য) ও ফুটবল। ইতোমধ্যে
দাবা ও কল ব্রিজ
ক্যারম একক ও ক্যারম দ্বৈত
খেলা শেষ হয়েছে। আগামীকাল বুধবার থেকে শুরু হবে অকশন ব্রিজের খেলা।
উল্লেখ্য,
এবারের ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব ২০২৩-এ প্রথমবারের মতো
সদস্যদের স্ত্রীদের জন্য থাকছে লুডু খেলা।
এই
আয়োজনের সহযোগিতায় রয়েছে ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার
রাইজিংবিডি ডটকম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন