ক্যারম দ্বৈতে কামাল-সুজন জুটি চ্যাম্পিয়ন, রানার-আপ জসীম-রনি - স্টেডিয়াম

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

ক্যারম দ্বৈতে কামাল-সুজন জুটি চ্যাম্পিয়ন, রানার-আপ জসীম-রনি

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৩এর ক্যারম দ্বৈত ইভেন্টের খেলা আজ মঙ্গলবার শেষ হয়েছে। ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বিডিনিউজের কামাল হোসেন তালুকদার বাংলাদেশ জার্নালের সুজন কৈরী। আর রানার-আপ হয়েছেন ঢাকা পোস্টের জসীম উদ্দীন দৈনিক আজকের পত্রিকার আমানুর রহমান রনি। এছাড়া তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশ সময়ের ইকরামুল কবীর টিপু যুগান্তরের সিরাজুল ইসলাম জুটি।

 

আজ বেলা ১১টায় ক্যারম দ্বৈতের খেলা শুরু হয়। পর্যায়ক্রমে গ্রæপপর্বের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে জসীম উদ্দীন আমানুর রহমান রনি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কামাল হোসেন তালুকদার সুজন কৈরী জুটি।

 

খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম কামাল হোসেন তালুকদার। এসময় ভারপ্রাপ্ত সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অতিরিক্ত পরিচালক মো. মেহরাব হোসেন আসিফ ক্যারম খেলা উপভোগ করেন। ক্যারম দ্বৈত খেলায় অংশগ্রহণ করেন ২২ সদস্য।

 

এবারের ওয়ালটন-ক্রাব ক্রীড়া উৎসবের ইনডোর-আউটডোর ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারম (একক-দ্বৈত), অকশন ব্রিজ, কলব্রিজ, শ্যুটিং, ম্যারাথন দৌড়, লুডু (সদস্য স্ত্রীদের জন্য) ফুটবল। ইতোমধ্যে দাবা কল ব্রিজ ক্যারম একক ক্যারম দ্বৈত খেলা শেষ হয়েছে। আগামীকাল বুধবার থেকে শুরু হবে অকশন ব্রিজের খেলা।

 

উল্লেখ্য, এবারের ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব ২০২৩- প্রথমবারের মতো সদস্যদের স্ত্রীদের জন্য থাকছে লুডু খেলা।

 

এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন