তামিম ইকবাল ও অধিনায়ক লিটন দাসকে দেওয়া হয়েছে বিশ্রাম। তাতে নেতৃত্বে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার কাঁধে দেওয়া হয়েছে অধিনায়কত্ব। তাকেসহ ফেরানো হয়েছে মূল স্কোয়াডের পাঁচ ক্রিকেটারকে।
রবিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শেষ ওয়ানডের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে কিউইরা ৮৬ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারায়। আগামী মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচটি হবে।
শেষ ম্যাচের জন্য স্কোয়াডে ফেরানো হয়েছে শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে।
স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন