অবৈধ ড্রাগ নিয়ে নিষিদ্ধ পল পগবা - স্টেডিয়াম

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

অবৈধ ড্রাগ নিয়ে নিষিদ্ধ পল পগবা

অবৈধ ড্রাগ সেবন করায় সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে জুভেন্তাসের ফরাসী মিডফিল্ডার পল পগবাকে।

 


২০ আগস্ট সিরি আর- উদিনেসের বিপক্ষে জুভেন্তাসের - গোলের জয়ের ম্যাচের পর করা ড্রাগ পরীক্ষায় টেস্টেস্টেরনের উপস্হিতি ধরা পড়ে পগবার শরীরে। এই হরমেন অ্যাথলিটের ধৈর্য্যকে বৃদ্ধি করে।

 

২০ আগস্টের ম্যাচে পগবা বদলী খেলোয়াড়ের তালিকায় থাকলেও খেলেননি। গতবছর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দ্বিতীয়বারের মতো জুভেন্তাসে যোগ দেয়ার পর খুব ভালো কাটছে না পগবার। ইনজুরিতে ভুগেছেন দীর্ঘদিন। বিশ্বকাপও খেলতে পারেননি। এই মৌসুমে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন ৩০ বছরের মিডফিল্ডার।

 

সুত্র: দেশ রূপান্তর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন