ফার্গুসনের নেতৃত্বে বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ড - স্টেডিয়াম

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

ফার্গুসনের নেতৃত্বে বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ড

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এখনও চোট থেকে সেরে ওঠার লড়াই করছেন। সদ্য ইংল্যান্ড সিরিজ শেষ করা ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামকেও বিশ্রাম দেওয়া হলো। বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার লকি ফার্গুসন।

 


ইংল্যান্ড সিরিজে ডানহাতে বুড়ো আঙুলের হাড় ভেঙে ফেলায় টিম সাউদিকেও পাচ্ছে না নিউ জিল্যান্ড। বিশ্বকাপ সামনে রেখে পূর্ণ ফিটনেস পাওয়ার লড়াইয়ে নামতে হচ্ছে তাকে।


বিশ্বকাপ দলের বাইরে থাকা চ্যাড বাওয়েস, টম ব্লান্ডেল, ডেন ক্লিভার, ব্লেয়ার টিকনার, কোল ম্যাককনচি ,অ্যাডাম মিলনে হেনরি নিকলসকে দলে নেওয়া হয়েছে। স্কোয়াডে আনক্যাপড খেলোয়াড়ও আছেন, সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। নিয়মিত খেলোয়াড় ট্রেন্ট বোল্ট, ল্যাথাম, ম্যাট হেনরি জেমস নিশামকে বিশ্রাম দেওয়া হয়েছে।

 

এই সফরে প্রধান কোচ গ্যারি স্টিডকেও পাচ্ছে না নিউ জিল্যান্ড। ব্যাটিং কোচ লুক রনকি প্রধান কোচের দায়িত্ব নেবেন।

 

নিউ জিল্যান্ডের স্কোয়াড: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বাওয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার উইল ইয়াং।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন