এশিয়া কাপের পর থেকে বিশ্রামে আছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি। পরিবার নিয়ে সময়টা উপভোগ করছেন তিনি। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সপরিবারে দেখা করেছেন তিনি। হাসের সঙ্গে ক্রিকেটও খেলেছেন সাকিব। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছাদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ বেশ ভালোই হয়েছে। ক্রিকেট ও বাস্কেটবল খেলে বিকালটা দারুণ কেটেছে। এমন আতিথেয়তায় সত্যিই মুগ্ধ।’সাকিবের জার্সি পরে ক্রিকেট খেলছেন হাস। ছবি: ফেসবুকহাসের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: ফেসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন